দক্ষিনদিনাজপুর

তৃণমূল-বিজেপি সংঘর্ষে ফের উত্তপ্ত বালুরঘাট ব্লকের ভাটপাড়া এলাকা

তৃণমূল বিজেপি সংঘর্ষে ফের উত্তপ্ত বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকা। এবার তৃণমূল নেতাকে রাম দা দিয়ে কোপ মারার অভিযোগ উঠল  বিজেপির বিরুদ্ধে। পাশাপাশি বেশ কিছু বিজেপি সমর্থকের বাড়ি পোড়ানোর অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত তৃণমূল নেতা সঞ্জয় দাসের চিকিৎসা চলছে বালুরঘাট জেলা হাসপাতালে।

ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা অব্যাহত দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায়। বালুরঘাট থানার ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোটের সময় থেকেই তৃণমূল বিজেপির বিবাদ জারি রয়েছে। এর মাঝেই ফের দুই রাজনৈতিক দলের বিবাদে উত্তেজনা ছড়াল রবিবার। এবার  ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতেরই ডাঙ্গি কালাইবাড়ি এলাকায় বিদায়ী গ্রাম পঞ্চায়েতের সদস্যার স্বামী তথা তৃণমূল কর্মী সঞ্জয় দাসের(৩৮) উপর হামলা চালানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, বিজেপি কর্মী সুজয় দাস সহ বেশ কয়েকজন এদিন ধারাল অস্ত্র দিয়ে মাথায় কোপ দেওয়া হয়। ঘটনায় গুরুত্বর আহত হয় সঞ্জয় দাস। জখম অবস্থায় তাকে উদ্ধার করে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। আহত সঞ্জয় দাসের স্ত্রী জোৎস্না দাস ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের কালাইবাড়ি সংসদের সদস্যা ছিলেন। এই সংসদে এবার বিজেপি প্রার্থী মীরা মণ্ডল জয়ী হয়। এরপরই এদিন সঞ্জয় দাসের উপর হামলা চালায় সুজয় দাস সহ অন্যান্য বিজেপি কর্মীরা। এরপরেই ওই এলাকায় বেশ কিছু বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। রাতেই বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সঞ্জয়ের পরিবার। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 

https://www.youtube.com/embed/lmlOqF47Q38